ব্লক মার্কেটে ১১ কোম্পানির লেনদেন ১৮ কোটি টাকা

এসএমজে ডেস্ক :

সপ্তাহের ‍তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১ কোম্পানির লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউসন লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। কোম্পানির মোট ২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক। কোম্পানিটির মোট ২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন হার্ভেস্ট ১ কোটি ১২ লাখ ২১ হাজার, এসকে ট্রিমস ১ কোটি ১২ লাখ ৩ হাজার, এমএল ডাইং ৯০ লাখ ১৬ হাজার, ব্র্যাক ব্যাংক ৭৫ লাখ ৪৮ হাজার, স্টান্ডার্ড সিরামিক ৭৩ লাখ ৩৬ হাজার, কনফিডেন্ট সিমেন্ট ২৯ লাখ ১১ হাজার, অ্যাডভেন্ট ফার্মা ২৬ লাখ ৭০ হাজার এবং ইস্টার্ন ক্যাবলসের ১০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged