ব্যাংকের লভ্যাংশ দেওয়ার সীমা: কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির কাজে সমন্বয় থাকা প্রয়োজন

শেয়ারধারীদের জন্য ব্যাংকের লভ্যাংশ দেওয়ার সীমা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে মূলধন ভিত্তি শক্তিশালী আছে, এমন ব্যাংকগুলো শেয়ারধারীদের নগদ ও বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে। আগে ৩০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দেওয়ার অনুমোদন ছিল। আর আর্থিক প্রতিষ্ঠানগুলো নগদ ১৫ শতাংশ ও চাহিদামতো বোনাস লভ্যাংশ দিতে পারবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় মর্মে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। বাংলাদেশ ব্যাংক এর আগে দেশের ব্যাংকগুলো শেয়ারধারীদের কত লভ্যাংশ দিতে পারবে, তা নির্ধারণ করে দিয়েছিল। সেখানে বলা হয়েছে, কোনো ব্যাংক এখন থেকে নগদ ও বোনাস মিলিয়ে শেয়ারধারীদের ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না। এবার তা বাড়িয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আগে নীতিমালা করেছিল, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো নগদে সর্বোচ্চ ১৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে।  আগের সিদ্ধানের পর পুঁজিবাজারে এ খাতের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে বলে বিভিন্ন মলহ থেকে বলা হচ্ছিল। আমরা মনে করি পুঁজিবাজারে প্রভাব পড়তে পারে, এমন সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ বাংক ও বিএসইসির কাজে সমন্ব থাকা প্রয়োজন।

Tagged