এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৭টি কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগেুলো সভায় সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে । নিন্মে কোম্পানিগুলোর নাম ও সভার সময় সূচি উল্লেখ করা হলো :
| কোম্পানির নাম | তারিখ | সময় |
| আমরা নেটওয়ার্ক লিমিটেড | ২৪মে ২০২১ | দুপুর ২ টা ৩০ মিনিটে |
| আমরা টেকনোলজি লিমিটেড | ২৪মে ২০২১ | বেলা ৩ টায় |
| এটলাস বাংলাদেশ লিমিটেড | ২৩মে ২০২১ | বেলা ৩ টা ৩০ মিনিটে |
| সাফকো স্পিনিং মিলস লিমিটেড | ২৪মে ২০২১ | বেলা ৩ টা ৩০ মিনিটে |
| শাশা ডেনিমস লিমিটেড | ২৫ মে ২০২১ | বিকেল ৫ টায় |
| ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ২৩ মে ২০২১ | বিকেল ৩ টায় |
| জেমিনী সী ফুড লিমিটেড | ২৩ মে ২০২১ | বিকেল ৩ টায় |
| বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড | ২৪ মে ২০২১ | বেলা ৩ টা ৩০ মিনিটে |
| এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড | ২৪ মে ২০২১ | দুপুর ২টায় |
| ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড | ২২ মে ২০২১ | সকাল ১০টায় |
| আরামিট লিমিটেড | ২৫ মে ২০২১ | বিকেল ৪টায় |
| আরামিট সিমেন্ট লিমিটেড | ২৫ মে ২০২১ | বিকেল ৩টায় |
| সোস্যাল ইসলামী ব্যাংক | ২৪ মে ২০২১ | দুপুর ২টা ৩৫ মিনিটে |
| জিবিবি পাওয়ার লিমিটেড | ২৫ মে ২০২১ | বিকেল ৩টায় |
| প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড | ২৫ মে ২০২১ | বিকেল ২টা ৪৫ মিনিটে |
| স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ | ২৫ মে ২০২১ | বিকেল ৩ টায় |
| এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড | ১ জুন ২০২১ | বিকেল ৩ টায় |
সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাব বছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এএমজে/২৪/সা
