এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড সহ ভিন্ন ভিন্ন খাতের ১৪টি কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগেুলো সভায় সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে । নিন্মে কোম্পানিগুলোর নাম ও সভার সময় সূচি উল্লেখ করা হলো :
| কোম্পানির নাম | তারিখ | সময় | 
| রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড | ১১মে ২০২১ | দুপুর ২ টায় | 
| কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | ২০মে ২০২১ | বেলা ৩ টায় | 
| বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড | ১৮মে ২০২১ | বেলা ৩ টায় | 
| প্রাইম ব্যাংক লিমিটেড | ১১মে ২০২১ | দুপুর ২ টায় | 
| গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড | ১০মে ২০২১ | দুপুর ১২ টায় | 
| প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড | ৮মে ২০২১ | বিকেল ৪ টায় | 
| অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি | ৮মে ২০২১ | দুপুর ১২ টা ১৫ মিনিটে | 
| এনভয় টেক্সাটাইলস লিমিটেড | ৮মে ২০২১ | দুপুর ১ টায় | 
| মীর আক্তার হোসেন লিমিটেড | ১১মে ২০২১ | সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে | 
| লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড | ৯মে ২০২১ | দুপুর ১২ টায় | 
| এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৯মে ২০২১ | দুপুর ১২ টা ৫০মিনিটে | 
| ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড | ৯মে ২০২১ | দুপুর ১২ টা ৪৫মিনিটে | 
| পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৯মে ২০২১ | দুপুর ১২ টা ৪০মিনিটে | 
| পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৯মে ২০২১ | দুপুর ১২ টা ৩৫মিনিটে | 
সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাব বছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এএমজে/২৪/সা
