বৈঠকের গুরুত্ব রক্ষায় সংশ্লিষ্টদের সচেষ্ট থাকা প্রয়োজন

সরকারের অভিভাবক দেশের প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর ভরসার জায়গা। তার সঙ্গে বৈঠকের গুরুত্ব রক্ষায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সচেষ্ট থাকা প্রয়োজন। কারণ মনে রাখা দরকার- আমরা যেনো আমাদের শেষ ভরসাটুকুও খুইয়ে না ফেলি। এতে সংকটকালে উত্তরণের উপায় থাকবে না। দেশের পুঁজিবাজার যখন ভয়াবহ সংকটে, তখন প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন। সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের দাবির প্রতি তিনি সাড়া দিয়েছেন। এই দাবি দীর্ঘ দিনের সংকটে থাকা পুঁজিবাজারের প্রাণের দাবি। এতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী পুঁজিবাজারের বড় ধরনের ধসের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের পক্ষ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এরপর বাজারের দৃশ্যপটে পরিবর্তন আসে। এই পরিবর্তন বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। বাজারের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে প্রধানমন্ত্রী যে উদ্যোগী হয়েছেন, এটি দৃষ্টান্তস্বরূপ। তাই তার ভাবমূর্তি ও নির্দেশনা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। এতে শুধু পুঁজিবাজার নয়, সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে বলে আমরা আশা করি।

Tagged