বুধবার সর্ব্বোচ্চ লেনদেন হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ সেপ্টেম্বর বুধবার সর্বোচ্চ লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার লিমিটেড। এ কোম্পানির মোট ১১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ৮৩ হাজার ৯৬৩ টি শেয়ার ৫হাজার ১৮৪ বার হাতবদল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স। কোম্পানিটির মোট ৯ কোটি ৮১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ লাখ ৮৬ হাজার ৫৭৩টি শেয়ার ২ হাজার ১১৫ বার হাতবদল হয়।
তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। এ কোম্পানির মোট ৮ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানির ৫ লাখ ৫০ হাজার ১৯৭টি শেয়ার ২ হাজার ৮২৩ বার হাতবদল হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন ৬ কোটি ৭৯ লাখ ৩২ হাজার, ভিএফএস থ্রেড ডাইং ৬ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার, স্টার্ন ইন্স্যুরেন্স ৬ কোটি ৩৬ লাখ ৯০ হাজার, বীকন ফার্সাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার, রুপালি ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ কোটি ৮০ লাখ ৫২ হাজার, ফরচুন সুজ ৫ কোটি ৫৮ লাখ ৩১ হাজার, মুন্নু সিরামিক ৫ কোটি ৪৫ লাখ ১৩ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৫ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার, স্ট্যান্ডার্ড সিরামিক ৫ কোটি ৭ লাখ ৩১ হাজার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫০ লাখ ৭৫ হাজার, গেøাবাল ইন্স্যুরেন্স ৪ কোটি ৪০ লাখ ১৯ হাজার, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৪ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার, ন্যাশনাল পলিমারের ৪ কোটি ১ লাখ ২৬ হাজার, রিপাবলিক কোম্পানির ৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার, খুলনা পাওয়ার কোম্পানির ৩ কোটি ৮০ লাখ ৫৪ হাজার, লেগাসি ফুটওয়ার লিমিটেডের ৭ কোটি ৭৭ লাখ ৩৫ হাজারএবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ কোটি ৭৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/মি

Tagged