বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে

এসএমজে ডেস্ক:

বিশ্বজুড়ে ঝড়ের বেগে বাড়ছে করোনার সংক্রমণ। কোনো কোনো দেশে নতুন আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও অন্য দেশগুলোতে বাড়ছে তার চেয়ে অনেক বেশি। সমানতালে বাড়ছে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা ছাড়ারো দেড় লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এবং করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ২৬৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ হাজার ৬৭২ জন। এখন পর্যন্ত ৫ লাখ ৭১ হাজার ১৪৯ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা আরও বেড়েছে। দেশটিতে এখন করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছে ৩৭ হাজার ১৫৮ জন।

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯০ হাজার ৮৩৯ জন এবং মারা গেছেন ২০ হাজার ২ জন।

তৃতীয় স্থানে থাকা ইতালিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। মারা গেছে ২২ হাজার ৭৪৫ জন।

অন্য দেশগুলোর মধ্যে-

দেশের নাম

করোনায় আক্রান্ত

করোনায় মারা গেছে

ফ্রান্স ১ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন ১৮ হাজার ৬৮১ জন
জার্মানি ১ লাখ ৪১হাজার ৩৯৭ জন ৪ হাজার ৩৫২ জন
যুক্তরাজ্য ১ লাখ ৮ হাজার ৬৯২ জন ১৪ হাজার ৫৭৬ জন
চীন ৮২ হাজার ৭১৯ জন ৪ হাজার ৬৩২ জন
ইরান ৭৯ হাজার ৪৯৪ জন ৪ হাজার ৯৫৮ জন
তুরস্ক ৭৮ হাজার ৫৪৬ জন ১ হাজার ৭৬৯ জন

সূত্রঃ ওয়ার্ল্ডওমিটার।

এসএমজে/২৪/বা

Tagged