বিনিয়োগকারীদের জন্য দরকার সচেতনামূলক কর্মশালা

পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এক ধরনের অবহেলার শিকার। এ কথা এখন জোর দিয়েই বলা যায়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যে দায়-দায়িত্ব রয়েছে বিনিয়োগকারীদের প্রতি, সেটি কিন্তু দেখা যায় না। আমাদের অনেক বিনিয়োগকারী সরলপ্রাণে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকেন। কিন্তু পুঁজিবার হচ্ছে একটি জটিল জায়গা। এখানে অনেক হিসাব নিকাশ করতে হয়। বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে পথ চলতে হয়। এটি অনেক বিনিয়োগকারীই জানেন না। সংশ্লিষ্ট যে সংস্থাগুলো পুঁজিবাজারে রয়েছে তারাও এ বিষয়ে তেমন আগ্রহী নন। বিশেষ করে বর্তমানে পুঁজিবাজারে বুঝতে হলে নিজেকে সচেতন করা দরকার। এই বিষয়টি অনেক বিনিয়োগকারী জানেন না। এটি করার দায়িত্ব বিএসইসি, ডিএসই, সিএসইর। তারা এক্ষেত্রে খুবই দায়সারাভাবে কাজটি করছে। এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাদের লোকবলের বাইরেও যে অনেক জানাবুঝার মানুষ রয়েছে, এটি তারা ভাবেন না।

সব কাজ সংস্থাগুলো নিজেরা করতে চায়। এটি হচ্ছে একটি বড় সমস্যা। গুণি মানুষের কদর করতে হবে। এখানে বাইরে থেকে অভিজ্ঞ লোকদের দিয়ে কাজটি করাতে হবে। দায়সারাভাবে সরকারের অর্থ অপচয় করে বিনিয়োগকারীদের নিয়ে কর্মশালা করলে চলবে না। এতে কারোই উপকারে আসবে না। তাই এখনও সময় আছে সংস্থাগুলোর বোধোদয় হওয়া দরকার।

Tagged