যে সকল তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের কারণে হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন ছাড় না পান সেই ব্যবস্থা নিতে হবে পুঁজিবাজরার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)। কোম্পানির উন্নতির দিকে নজর না দিয়ে, হাজার হাজার বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ না দেখে, শুধু নিজেদের পকেট ভারী করার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। |
নির্ধারিত সীমায় শেয়ার ধারণ না করে এবং ভুল তথ্য দিয়ে দর বাড়িয়ে যারা শেয়ার বিক্রি করে ওইসব পরিচালকরা। উচ্ছ ধরে শেয়ার বিক্রি করে তারা সটকে পড়েছেন। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা মনে করি ব্যবস্থাপনার দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছেন। অনেক কোম্পানি এখন জেড ক্যাটাগরিতে। শেয়ার দর দশ টাকারও নিচে। এগুলোর দায় কে নেবে? তাই এমন ব্যবস্থা নিতে হবে দায়ী পরিচালকরা যাতে ছাড় না পান। লাখো বিনিয়োগকারী তাদের প্রতারণার জালে আবদ্ধ হয়ে নিঃস্ব হয়ে গেছেন। এ দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও।