বিনিয়োগকারীদের উদ্বেগ- আতঙ্ক কাটানোর উপায় কী

দেশের শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীরা বা কতটা আশাবাদী? এ প্রশ্নের জুতসই উত্তর মিলছে না। কারণ, শেয়ারবাজারে অনেক দিন ধরেই উত্থানের চেয়ে পতনটাই বেশি ঘটছে। ফলে সূচক ক্রমেই নিম্নগামী হচ্ছে। এতে শেয়ারবাজার নিয়ে উদ্বেগ–আতঙ্ক বাড়ছে।

গত সপ্তাহের মোট চার কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৮ পয়েন্ট বা ২ শতাংশের বেশি। বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৮ কোটি টাকা। দৈনিক গড় লেনদেন ১৮ শতাংশের বেশি কমে ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। আর লেনদেন হওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ২৯৯টিরই দাম কমেছে। দাম বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। এই বাজার নিয়ে বিনিয়োগকারীরা কতটা আশাবাদী হতে পারেন?

শেয়ারবাজারে এখন কেউ ভালো নেই। শেয়ারের অব্যাহত দরপতনে সবাই বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন। বাজার অংশীজনেরা বলছেন, সরকার বদলের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্বের বদল হলেও বাজারে কোনো আশার আলো দেখা যায়নি। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই। যে কারণে বাজার কেবলই দরপতনের একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাতে হতাশা বাড়ছে সর্বমহলে।

Tagged