বিডিংয়ের তারিখ নির্ধারণ করেছে ডেল্টা হাসপাতাল

এসএমজে ডেস্ক:

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে ডেল্টা হসপিটাল লিমিটেডের বিডিংয়ের বা নিলাম তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বিডিং চলবে আগামী ২২ মার্চ থেকে ২৫ মার্চ বিকাল ৫টা পরযন্ত। বিডিংয়ের মাধ্যমে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধরণ করা হবে।

এর আগে কোম্পানিটিকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার অংশ হিসেবে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি এবং কাট-অফ প্রাইস (Cut-off price) নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ  অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন  (বিএসইসি)।

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উক্ত অর্থ ব্যায় করা হবে কোম্পানির যন্ত্রপাতি ক্রয় ,ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটানোর কাজে।

সর্বশেষ  অর্থ বছরে কোম্পানিটির ভারিত গড় হিসাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯১ পয়সা।  ৩০ জুন, ২০১৯ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (পুনর্মুল্যায়ন সঞ্চিতিসহ) ছিল ৪৫ টাকা ৮৫ পয়সা। এবং পুনর্মুল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ারপ্রতি  মোট সম্পদমূল্য ছিল ১৬ টাকা ৬২ পয়সা।

উল্লেখ্য, কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্বে আছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এবং রেজিস্টার টু দ্যা ইস্যুর দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/মি

Tagged