এসএমজে রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষের দিকে ৭ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার ছুঁয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: অগ্রণী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স। সবগুলোই নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এছাড়া রোববার ডিএসইতে বীমা খাতের ইসলামী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ শতাংশ বেড়ে পেয়ে সার্কিট ব্রেকার ছুঁয়েছে।
জানা যায়, অগ্রনী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭১ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২২.৬০ টাকায় লেনদেন হয়। গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২২ টাকায় লেনদেন হয়।
নর্দার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ১.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২১ টাকায় লেনদেন হয়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৫২ শতাংশ বা ১.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২০.৭০ টাকায় লেনদেন হয়। পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৬ শতাংশ বা ১.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৫.৬০ টাকায় লেনদেন হয়। এছাড়া রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ১.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২১.২০ টাকায় লেনদেন হয়।
এসএমজে/২৪/এমএইচ
ব্রেকিং নিউজ :