‘শেয়ারবাজারে ক্যাপিটাল গেইনে কর আরোপ হচ্ছে’ এমন গুজব ছড়িয়ে পড়ায় গত মঙ্গলবার (৬ জুন) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়। তবে পরের দিন সকাল হওয়ার আগেই বাজারে আলোচনায় চলে আসে বিষয়টি গুজব। এতে বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। পতন কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এমনকি বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণের কাছাকাছি বাড়ে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শেষদিকে এসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বাড়ে। সেই সঙ্গে বড় হয় দাম বাড়ার তালিকা।
গুজবকারীরা হয়তো মনে করেছিলো এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটাবে কিন্তু পারেনি। আমরা মনে করি বিএসইসি এবং সবগুলো প্রতিষ্ঠান যদি কঠোর হয় তা হলে অনিয়মকারীরা গুটিয়ে যাবে। তাই যখনই কোনো অনিয়ম হবে তখনই ব্যবস্থা নিতে পারলে পরিস্থিতির উন্নতি হবে।