বিএসইসির নতুন নেতৃত্ব: মোড় ঘুরবে কি পুঁজিবাজারের?
পুজিঁবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
গত রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
এদিকে তিন দফায় ৯ বছর একই পদে দায়িত্ব পালন শেষে গত ১৪ মে বিএসইসি থেকে বিদায় নিয়েছেন এম খায়রুল হোসেন। এর আগে থেকেই পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে গুঞ্জন চলতে থাকে, কে হচ্ছন সংস্থাটির অভিভাবক। এরপর নতুন চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে বিষয়টি পরিস্কার হলো।
আমরা নতুন চেয়ারম্যানকে স্বাগত জানাই। আশা করি তার যোগ্য নেতৃত্বে পুঁজিবাজার ঘুর দাঁড়াবে। সাধারণ বিনিয়োগকারীরা বাজারে অধিক সক্রিয় হবেন এবং আস্থা ফিরে পাবেন। এতে দীর্ঘ সময় ধরে চলা মন্দা কাটিয়ে পুঁজিবাজার একটি ইতিবাচক মোড় নেবে বলেও আমরা আশা রাখতে চাই। বিশেষ করে করোনা সংকটের পর পুঁজাবাজারে নতুন পরিকল্পনা দরকার। যার মাধ্যমে বাজারে নতুন গতি আসবে বলে আমাদের ধারণা।