পুঁজিবাজারে দীর্ঘদিনে বাজার নিয়ে এত বেশি হতাশা আগে কখনো কাজ করেনি। বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিলেন। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাবে। কিন্তু বাজার এখন অনেকটাই দিকনির্দেশনাহীন। বিএসইসির সিদ্ধান্তহীনতা ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বাজারকে এক অনিশ্চিত পথে ধাবিত করছে। বর্তমান বিএসইসি বাজারের মূল সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে। এ কারণে বাজারে আশার কোনো আলো দেখা যাচ্ছে না।
আগে বিএসইসির একটি অংশ দুর্নীতি ও নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিল। আর এখন বিএসইসি পরিণত হয়েছে একটি অকার্যকর প্রতিষ্ঠানে। সংস্থাটির অভ্যন্তরীণ সমস্যা বাজারমুখী নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে ভূত তাড়াবে যে সর্ষে তার মধ্যেই ভূত রয়েছে।
এদিকে অতীতে নানা ধরনের অনিয়মে জড়িয়ে পড়ায় বিএসইসির কর্মকর্তাদের নিয়ে কাজ করার ক্ষেত্রেও বর্তমান কমিশনকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একদিকে ঘর সামাল দেওয়া, অন্যদিকে বাজারের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ—দুইয়ের সমন্বয় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কমিশনকে। তাই কাজের ক্ষেত্রে ধীরগতি দেখা দিয়েছে। এটি বাজারে দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণে হতে পারে। তাই দ্রুতই বিএসইসির অভ্যন্তরীণ সংকট দূর করতে হবে।