বিএসআরএম-বিএসআরএম স্টীলের একত্রীকরণ অনুমোদন

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এর সঙ্গে অতালিকাভুক্ত বিএসআরএম স্টীল মিলসের একত্রীকরণ (মার্জার) অনুমোদন দিয়েছে।

গতকাল ০৭ জুন (সোমবার) বিএসইসির ৭৭৬তম নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এই একত্রিকরনের মাধ্যমে বিএসআরএম লিমিটেডের পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৭ লাখ টাকা থেকে বেড়ে ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা হবে।

জানা যায়, বিএসআরএম লিমিটেড থেকে বিএসআরএম স্টীল মিলসের শেয়ারহোল্ডারদের ১০ টাকা মূল্যমানের ৩৯ কোটি ৪৪ লাখ শেয়ারের বিপরীতে ৬ কোটি ২৫ লাখ শেয়ার ইস্যু করবে। সেইসাথে, উচ্চ-আদালতের আদেশ অনুসারে কমিশন শেয়ারের বিনিময় রেশিও ১:০.২৮৮ হিসেবে শেয়ার ইস্যুর অনুমোদন প্রদান করে।

উল্লেখ্য, পুঁজিবাজারে বিএসআরএম গ্রুপের আরও একটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। যেটির নামও প্রায় একই। কোম্পানিটির নাম হচ্ছে- বিএসআরএম স্টীল লিমিটেড।সূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এসএমজে/২৪/মি

Tagged