বাছ-বিচারহীন দর বাড়লে পুঁজিবাজারে আস্থা কমে

দেশে একটি আস্থার পুঁজিবাজার সকল মহলের দাবি। এই দাবি দীর্ঘ দিনের। তবে পুঁজিবাজারে যদি বাছ-বিচারহীনভাবে শেয়ার দরে বাড়ে-কমে তখন আস্থায় বড় ধরনের চিড় ধরে। বাজারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এই বিষয়টি কারসাজির কারণে ঘটতে পারে, আবার বিনিয়োগকারীদের সচেতনতার ঘাটতি থাকলে ঘটতে পারে।

এ কারণে বিভিন্ন সময় বাজার বিশ্লেষকরা বিনিয়োগকারীদের সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে থাকেন। বিনিয়োগকারীরা যেনো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করেন সেটি বারবার উচ্চারিত হয়। তারপরও দেখা যায় অনেক সাধারণ বিনিয়োগকারী দুর্বল মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করছেন এবং এর মধ্য দিয়ে নিজের ক্ষতি ডেকে আনছেন। কারণ ভালো শেয়ারের দর ধীরে ধীরে বাড়লেও ক্ষতি নেই। দুর্বল শেয়ার দর দ্রুত বাড়লে আবার পতনও হয় দ্রুত। এ কারণে বিনিয়োগ করার আগে কোম্পানি বাছাইয়ে দক্ষতা দেখাতে হবে। কিনে জিততে হবে আবার বেচেও জিততে হবে- এমন মানসিকতা থাকলেই বিনিয়োগ সফল হওয়ার সম্ভাবনা থাকে। তাই শেয়ার কেনার সময় যদি গাফিলতি বা ভুল হয় সেই শেয়ারে বেচে মুনাফা করা কঠিন হয়ে পরে। বিশেষ করে কোম্পানিগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হয়েই বিনিয়োগ করা উচিত।

Tagged