এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সাবমেরিন কোম্পানির ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। গত ১৩ অক্টোবর কোম্পানিটি বোর্ড সভার মাধ্যমে এই ঘোষণা দেয়।২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ এবং ২০১৬ তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন গ্যালারি আইডিইবি ভবনে আজ বেলা ১১ টায় এই এজিএম অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৫ টাকা। আগের বছর ছিল ০.৪৪ পয়সা। এ বছর কোম্পানিটির মোট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৮.৭৪ টাকা যা ৩০ জুন সমাপ্ত সময়ে ছিল ৩৫.৬৮ টাকা। এ বছর শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (এন্ওসিএফপিএস) ৭.৩০ টাকা। আগের বছর ছিল ৪.০৭ টাকা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এসএমজে/২৪/ঝি