বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১২ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২.৩৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩.০৩ টাকা।

২০১৮ তে ২০ শতাংশ, ২০১৭ সালে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। যথাক্রমে কোম্পানিটির তাদের ক্যাশ ডিভিডেন্ড অব্যাহত রেখেছে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ নভেম্বর। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর, বেলা ১১টায় ইমানুলস ব্যাঙ্কট হল, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হবে।

এসএমজে/২৪/লি

Tagged