“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না” – আগামীকাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গভীরভাবে স্মরণ করছি নাম জানা, না জানা সেই সকল বীর শহীদের, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন। বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাদের ভূমিকা বলে শেষ করা যাবে না। ১৯৭১ সালের ২৬ মার্চ জন্ম নেওয়া সেই দেশটির নাম বাংলাদেশ। একটি ভূখণ্ড, সবুজের মাঝে লাল সূর্যখচিত মানচিত্র। সেই দেশটি আমাদের বাংলাদেশ। যার পঞ্চাশতম বার্ষিকী পালন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।
এই বছর একেই সাথে পালিত হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তাই এ উদযাপনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।