ফের অস্থিরতায় পুঁজিবাজার

ফের অস্থিরতা চেপে ধরেছে পুঁজিবাজারকে। যত কিছু বলা হচ্ছে তার সঙ্গে মিলছে না পুঁজিবাজারের বর্তমান চিত্র। একদিন উত্থান হলে কয়েক দিন পতন হচ্ছে সূচকের। ফলে বাজারের ভারসাম্য বলতে যা বুঝায় সেটি একেবারেই নেই। বিশেষ করে একটি স্থিতিশীল পুঁজিবাজার যেন দূর কল্পনার বিষয় হয়ে পড়েছে। এ কারণে এক প্রকার হতাশাই ঘিরে ধরেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। বাজার মূলধন ও লেনদেন কমছে দ্রুত গতিতে। ফলে কিছুদিন আগে যে আলোর ঝলকানি দেখা গিয়েছিল সেটি আসলে কতটা কতটা আলো আর কতটা আলেয়া তা এখন বড় প্রশ্ন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনেক ধরনের আশার বাণী শুনিয়েছে পুঁজিবাজার নিয়ে। সম্প্রতি অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোনোকিছুতেই বাজার বশে আসছে না। কিছুদিন বাজার খুবই গতিশীল ছিল। লেনদেন দিগুণের বেশি হয়েছিল। কিন্তু বেশি দিন লাগেনি বাজার ফের উল্টো পথে হাঁটতে শুরু করেছে। বাজারের এই ধরনের চিত্র দেখে বারবার মনে হচ্ছে অতীতের সব ঘটনা। বড় ধসের আগে অতীতেও এমন উত্থান দেখা গেছে পুঁজিবাজারে। কিন্তু শেষ পর্যন্ত সবই ছিল লোক দেখানো। এ কারণে বর্তমান বাজার নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Tagged