ফু-ওয়াং সিরামিকের ১.৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১.৪০ শতাংশ নগদ লভ্যাংশ।

গত ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২৫ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন পায়। কোম্পানির সূত্রে এ তথ্য পাওয়া যায়।

গতবছর কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। মহামারী করোনা ভাইরাসের মধ্যেও ডিভিডেন্ডের এই ধারা অব্যাহত থাকায় সন্তুষ্ট বিনিয়োগকারীরা।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব জাভেদ অপগেনহেপেন উক্ত সভায় সভাপতিত্ব করেন।আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক জনাব সাদাদ রহমান ও জনাব সৈয়দ রেজারাজ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা জনাব আহমেদ মোনাব্বী, কোম্পানি সচিব জনাব মোহাম্মদ আবদুল হালিম ঠাকুরসহ  বিপুলসংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার জুমে উপস্থিত ছিলেন।

সভার কার‌্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব জনাব মোহাম্মদ আবদুল হালিম ঠাকুর।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ১.৪০ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

এসএমজে/২৪/ঝি

Tagged