পুঁজি হারিয়ে মহা বিপদে বিনিয়োগকারীরা

দেশের পুঁজিবাজারে দরপতন থামছেই না। অব্যাহত দরপতনের মধ্যে পড়ে প্রতিদিনই বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। দিন যত যাচ্ছে শেয়ারবাজার তত খাদের মধ্যে চলে যাচ্ছে। বিনিয়োগ করা পুঁজি রক্ষার কোনো উপায় যেন খুঁজে পাচ্ছেন না বিনিয়োগকারীরা।

গত কয়েক কার্যদিবসের মতো সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও (২৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা ১০ কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ারবাজার। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।

মূল্যসূচকের অব্যাহত দরপতনের পাশাপাশি শেয়ারবাজারে লেনদেন খরাও দেখা দিয়েছে। ডিএসইতে লেনদেন কমে তিনশ কোটি টাকার ঘরে চলে এসেছে। এতে সাড়ে চার মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো।

নতুন বাজেটের আগে পুঁজিবাজারের এমন পরিস্থিতি বিনিয়োগকারীদের হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রতিনিয়ত দরপতনের মধ্য দিয়ে পুঁজি হারানোর দ্বার উন্মুক্ত হচ্ছে। এতে পুঁজিবাজরের প্রতি আস্থা ক্রমশ কমে পরিস্থিতি আর  জটিল হচ্ছে। যা পুঁজিবাজারে ভাবমূর্তিকে প্রশ্নের মধ্যে ফেলছে। এটি কেবল পুঁজিবাজার নয় দেশের অর্থনীতির জন্য ভালো কিছু নয়।

Tagged