করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও আজ বৃহস্পতিবার থেকে ব্যাংকের লেনদেন চালু থাকবে। ব্যাংকের লেনদেন বহাল থাকায় পুঁজিবাজারের লেনদেনও চালু থাকছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে দেয়া এক চিঠিতে ব্যাংকের লেনদেন চালু রাখার বিষয়ে সরকারের সদিচ্ছার কথা জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখার নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
সরাকারের এমন সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য ইতিবাচক। পৃথিবীর কোথাও পুঁজিবাজার বন্ধ নেই। বিশেষ করে এই ডিজিটাল যুগে ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্য পুঁজিবাজার বন্ধ রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয় না। তা ছাড়া একটি দেশের ব্যাংকা ব্যবস্থা বর্তমানে যুগে সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত। তাই ব্যাংক বন্ধ থাকার বিষয়টিও যুক্তিযুক্ত বলে মনে হয় না। সব শেষে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এটি সঠিক বলেই আমাদের ধারণা। এতে পুঁজিবাজারের উপর ইতিবাচক প্রভাব পড়রে বলে আশা করা যায়।