পুঁজিবাজার স্বাভাবিকভাবে চললে সূচক দশ হাজার পয়েন্টও হতে পারতো

গত এক দশকের বৈশ্বিক পুঁজিবাজারের বাস্তবতার দিকে তাকালে বলা যায় দেশের পুঁজিবাজার স্বাভাবিক গতিতে চললে বর্তমানে সূচক ১০ হাজার পয়েন্টও থাকতে পারতো। সময় উপযোগী সিদ্ধান্ত, দূরদর্শী পদক্ষেপ নিতে পারলে এমন চেহারাই দেখা যেতো দেশের পুঁজিবাজারের। এছাড়া দেশের অর্থনীতির বিকাশের সঙ্গে তুলনা করলেও বিষয়টি পরিস্কার বোঝা যায়। সামগ্রিক অর্থনীতি যেভাবে এগিয়েছে পুঁজিবাজারের বিকাশ সেভাবে হয়নি।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬’ শেয়ারবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৎকালীন চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেছিলেন- শেয়ারবাজারে সূচক নিজস্ব শক্তি বা গতিতে যদি ১০ হাজার পয়েন্টেও হয়, তাতে কারও উদ্বিগ্ন হওয়ার বা বাধা দেওয়ার কিছু নেই।

আমরা মনে করি সঠিক কথাই বলেছিলেন এম খায়রুল হোসেন। নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যানের কথার সঙ্গে মিল রেখে আমরা বলতে চাই, পুঁজিবাজার স্বাভাবিক গতিতে চলা নিশ্চিত করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বাজারে অনিয়ম হচ্ছে। এটি দূর করা গেলে এবং বাজার নিজস্ব গতিতে চললে সূচক বর্তমান সময়ে দ্বিগুণও হতো পারতো। তাই সবার আগে অনিয়ম দূর করে বাজার স্বাভাবিক করাটাই কাম্য।

Tagged