পুঁজিবাজার বিনিয়োগবান্ধব হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে

অর্থনীতির আকার বড় হলেই তাকে শক্তিশালী বলা যাবে না। অর্থনীতির শক্তি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভশীল। তার মধ্যে অন্যতম হচ্ছে পুঁজিবাজার। দেশের পুঁজিবাজার যদি বিনিয়োগনির্ভর হয়, তাহলে অর্থনীতিও শক্তিশালী হয়।

গত প্রায় দুইদশকে দেশের অর্থনীতির আকার যেভাবে বড় হয়েছে, পুঁজিবাজার সেভাবে বিকশিত হয়নি। তাই বর্তমানে অনেক সুযোগ রয়েছে পুঁজিবাজার বিকশিত করার। আর এ ক্ষেত্রে সবার আগে জোর দিতে হবে বিনিয়োগবান্ধব পুঁজিবাজারে। এটি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তরিক পদক্ষেপ থাকতে হবে। প্রতিটি সংস্থার মধ্যে কাজে সমন্বয় থাকাটাও জরুরি। এর মধ্য দিয়ে পুঁজিবাজার নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে পরিণত হতে পারে। তখন আর আস্থার সংকট থাকবে না। মানুষ যদি বাজার ব্যবস্থাপনায় বিশ্বাস রাখতে পারে, তাহলে তাদের বিনিয়োগ আগ্রহ অনেক বেড়ে যাবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পুঁজিবাজার যেনো একটি আদর্শ বিনিয়োগ ক্ষেত্রে পরিণত হয়, সে দিকে লক্ষ্য রেখে সবকিছু করতে হবে। দেশের তরুণ জনগোষ্ঠী এখন অনেক দিক থেকেই চৌকস। প্রযুক্তির উন্নয়নের ফলে তাদের দক্ষতা ও জ্ঞান তুলনামূলক বেশি। তাই তাদেরকে টানতে হলে বিনিয়োগবান্ধব পুঁজিবাজারের বিকল্প নেই।

Tagged