পুঁজিবাজার পরিস্থিতি: অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জরুরি বৈঠকে বসবে ডিএসই

নিজস্ব প্রতিবেদন:

পুঁজিবাজারের অস্থিরতা দিন দিন বেড়েই চলছে। টানা দরপতনের পর কিছুটা বাড়লেও আবার সেই র্পূবের রূপেই ফিরে যাচ্ছে পুঁজিবাজার। আর এই পরিস্থিতি থেকে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জরুরি বৈঠকে বসবে  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ সোমবার ডিএসই ৯৪১তম বোর্ড সভায় চলমান বাজার পরিস্থিতি উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের বসার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কবে, কখন, কোথায় বৈঠক হবে সেটি  নির্ধারণ করার জন্য সময় চেয়ে অর্থমন্ত্রণলয় ও বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠাবে ডিএসই কর্তৃপক্ষ। আর এ দায়িত্ব পালন করতে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আজকে অনুষ্ঠিত ডিএসই’র বোর্ড সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেম।

এসএমজে/২৪/এম এইচ

Tagged