পুঁজিবাজার থেকে টাকা নিয়ে পালানোর পথ বন্ধ করতে হবে

একটি নিরাপদ পুঁজিবাজারের দাবি অনেক দিন ধরেই উচ্চারিত হচ্ছে দেশে। এর জন্য অনেক সময় সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায়ও নেমেছেন। বিভিন্ন সময় দেশের প্রধামন্ত্রী পর্যনত এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এরপরও গত দশ বছরে পুঁজিবাজার তেমন কোনো আশা দেখাতে পারেনি। সম্প্রতি এই চিত্রের কিছুটা পবিরর্তন দেখা যাচ্ছে। এই মুহূর্তে এটিই সবচেয়ে বড় আশার কথা। বিশেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের কয়েকটি পদক্ষেপের মধ্য দিয়ে এই আশা জাগিয়েছে।

যে কথাটি আমরা জোর দিয়ে বারবার বলে আসছি, সেটি হচ্ছে, পুঁজিবাজার থেকে লুটপাট বন্ধ করতে হবে। বিশেষ করে এখান থেকে আর যেনো কেউ টাকা নিয়ে পালাতে না পারে। নিয়ন্ত্রক সংস্থাকেই এটি নিশ্চিত করতে হবে। প্রচলিত যেসব আইন রয়েছে, সেগুলোর কঠোর প্রয়োগ হওয়া প্রয়োজন। পাশাপাশি আইনি সক্ষমতা না থাকলে নতুন করে আইন করা প্রয়োজন। একই সঙ্গে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায়ও জোর দিতে হবে। তা হলে পুঁজিবাজার নিয়ে অপতৎরতা থেকে সরে আসবে অশুভ চক্র। একই সঙ্গে বাজার নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে বলেও আশা করা যায়।

Tagged