পুঁজিবাজারে ১৯৯৬ ও ২০১০ সাল আর নয়: কাজে প্রমাণ হোক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেছেন, দেশের পুঁজিবাজারে আর ১৯৯৬ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না। ২০ জানুয়ারি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এসময়
ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসেম্বর থেকে পুঁজিবাজারে তার সুবাতাস বইছে।

পুঁজিবাজারে এ ধরনের আশ্বাস অতীতেও দেওয়া হয়েছে, কিন্তু খুব একটা কাজ হয়নি। তখন হয়নি বলে ভবিষ্যতেও হবে না, আমরা এমনটি বলছি না। আমাদের বক্তব্য হচ্ছে, কথা নয়, কাজে প্রমাণের মধ্য দিয়েই বিষয়টির সমাধান আসবে। এর জন্য যার যেটুকু দায়িত্ব রয়েছে, সেটি পালন করার বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। যে কারণে পুঁজিবাজারে ওই মহা ধসের ঘটনা ঘটেছিল, সেই সব ফাঁক ফোকর বন্ধ করতে হবে। কেবল প্রযুক্তির উন্নতি দিয়ে বাজার ঠিক করা যাবে না। এখানে সংশ্লিষ্ট সব মানুষের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আসতে হবে। আর তখনই ওই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব বলে আমাদের ধারণা।

Tagged