বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। তবে প্রতিদিন যে হারে সূচক বাড়ছে, সে হারে লেনদেন বাড়ছে না। এতে কিন্তু সামঞ্জস্য থাকছে না। প্রতিদিনই দুর্বল কোম্পানির উপর ভিত্তি করেই সূচক বাড়ছে। কারণ সর্বোচ্চ দর বাড়ার তালিকায় দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর আধিক্য দেখা যায়। ৫ শতাংশের বেশি দর বাড়ার ক্ষেত্রে সেখানে বেশিরভাগ কোম্পানিই দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিই এগিয়ে থাকে। এছাড়া বাজারে লেনদেন একটা জায়গায় এসে থমকে আছে।
সবচেয়ে বড় বিষয় হলো বাজারের স্বাভাবিক গতি বজায় থাকা। এ জন্য সবকিছু করা দরকার। কোনোভাবেই সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়ানো ঠিক হবে না। বাজারে যাতে কোনো ধরনের অনৈতিক খেলা না চলে সেই ব্যবস্থা করতে হবে। কেবল সূচক বাড়লেই হলো না। সব ধরনের রহস্যময়তা দূর করে আস্থার পরিবেশ ধরে রাখা দরকার। অনেক কাঠখড় পুড়িয়ে বাজারের প্রতি কিছুটা বিশ্বাস জেগেছে। এটি কোনো অবস্থাতেই কম গুরুত্বপূর্ণ নয়। এটি আমরা যেমন বুঝি, আশা করি নিয়ন্ত্রক সংস্থা এবং বাজার কর্তৃপক্ষও বোঝে। এখন দরকার হচ্ছে বাজারে সঠিক নজরদারি অব্যাহত রাখা।