পুঁজিবাজারে সর্বোচ্চ মহলের মনোযোগ জরুরি

একের পর এক ধসে পুঁজিবাজার যেনো লাইনচ্যূত হয়ে পড়েছে। এই বাজার লাইনে তুলতে হলে সর্বোচ্চ মহলের মনোযোগ জরুরি হয়ে পড়েছে। টানা দরপতনে অস্থির হয়ে উঠছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। পতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সাড়ে তিন বছর আগের অবস্থান নেমে গেছে। এখন বাজারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত। মানুষ বাজারের প্রতি ন্যূনতম আস্থা রাখতে পারছেন না। যতই দিন যাচ্ছে বাজার আরো ক্ষতির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখনই এগিয়ে আসা প্রয়োজন সর্বোচ্চ মহলের। কী  কারণে, কার স্বার্থে বাজার এভাবে এলোমেলো হয়ে গেলো, সেটি খুঁজে বের করা প্রয়োজন। কেবল বিনিয়োগকারী নয় দেশের অর্থনীতির স্বার্থেই এটি করা দরকার। তা না হলে দীর্ঘ মেয়াদে বাজার বিশ্বাসযোগ্যতা হারাবে। কোনো কারণ ছাড়াই ভালো ভালো কোম্পানির শেয়ারও দরপতনের শিকার হচ্ছে। বিনিয়োগের সঠিক উপায়গুলোও এখন কাজে আসছে না। সব ধরনের বিনিয়োগেই সমানভাবে ঝুঁকি বাড়ছে। এতো দীর্ঘ সময় ধরে বাজার নড়বড়ে থাকলেও আশানুরূপ ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এটি মানুষের মধ্যে রহস্যের সৃষ্টি করছে। বাজার প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই পরিস্থিতি পুরো অর্থনীতির জন্যই অস্বস্তিকর।

Tagged