পুঁজিবাজারে শুধু কোম্পানি-বিনিয়োগকারীই নয় দেশও উপকৃত হয়

কোনো কথা একাধিকবার বলাটা বুদ্ধিমানের কাজ নয়। আবার কোনো কোনো কথা বার বার বলে যাওয়াটাই দায়িত্বশীল কর্তব্য। কারণ এমন অনেক বিষয় রয়েছে যেগুলো মানুষের জন্য কল্যাণকর, সেসব কথা নিরন্তর বলে গেলে ক্ষতি নেই বরং উপকার হয়। সারা পৃথিবীতে অর্থনীতির উন্নয়নের জন্য একটি সুশৃঙ্খল পুঁজিবাজার অন্যতম গুরুত্ব বহন করে। বিশ্ব্যব্যাপি এটি একটি স্বীকৃত বিষয়। কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় পুঁজিবাজারের প্রতি সংশ্লিষ্টদের অবহেলা। বাজার নিয়ন্ত্রেণ কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা কাম্য নয়।

দেশের জনসংখ্যা বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাজেট ও অর্থনীতি। সেই তুলনায় শিল্পায়ন হয়নি। দেশকে শিল্পোন্নত না করে আধুনিক বিশ্বে জাতিগত টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। আর এক্ষেত্রে পুঁজিবাজার হচ্ছে প্রধান নিয়ামক। এই কথা আমরা পুঁজিবাজার বিষয়ক দেশের প্রথম পত্রিকা যখন প্রকাশ করি তখন থেকে বলে আসছি। একটি গণমাধ্যম হিসেবে দেশের কল্যাণে আমরা কেবল মতামতই দিতে পারি। বিষয়টি বাস্তবায়ন করতে পারে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। তাই আবারও বলতে চাই- দেশের স্বার্থে পুঁজিবাজারের প্রতি সংশ্লিষ্টরা আন্তরিক হোন। এটি শুধু কোম্পানি-বিনিয়োগকারীর বিষয় নয় পুরো দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে।

Tagged