পুঁজিবাজারে লেনদেনের গতি আশা জাগাচ্ছে

বিমা খাতের দাপটে সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে উত্থান হয়েছে। বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

ফলে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা তিন কর্মদিবস উত্থান হলো। তবে তার আগে টানা তিন কর্মদিবস দরপতন হয়েছিল। তবে লেনদেনের গতি কিছুটা হলেও আশা জাগাচ্ছে।

গতকাল ডিএসইতে বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের তিনদিনও একই ধারায় লেনদেন হয়েছে বিমা খাতের কোম্পানিগুলোর।

বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৯১ লাখ ৭ হাজার টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯০ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।

সামগ্রিকভাবে পুঁজিবাজারের চিত্র কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। দেখা এটি কতদিন বজায় থাকে।

Tagged