তথ্য প্রযুক্তির উন্নতির ফলে মানুষের কাছে তথ্য পৌঁছানো সহজ হয়ে গেছে। এতে মানুষ নানাবাবে উপকৃত হচ্ছেন। সময় অর্থ সাশ্রয় হচ্ছে। তবে এর ভালো দিকের পাশাপাশি মন্দ দিকও রয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় এখন অপতথ্য আর ভুল তথ্য বেশি ছড়িয়ে পড়ছে। এর মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হচ্চেন। অনেকে বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছেন। দেশের শেয়ারবাজারও এই ক্ষতির বাইরে নেই। এখানে কতিপয় দুর্বৃত্ত মিথ্যা তথ্য দিয়ে স্বার্থ হাসিল করছে। তারা নানাভাবে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছেন। সুতরাং খুবই দ্রুতই মিথ্যা তথ্যের সবররাহ বন্ধ করতে হবে। এটি বাজারের ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে।
কেবল বিনিয়োগকারী নয় পুঁজিবাজারের স্বার্থেই সঠি তথ্য প্রবাহর নিশ্চিত করতে হবে। এটি খুবই স্পর্শকাতর ক্ষেত্র। এখানে মিথ্যা তথ্য দিয়ে অনেক বড় ধরনের ক্ষতি করা যায়। তাই মিথ্যা তথ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য সবার আগে দরকার নিয়ন্ত্র সংস্থার কঠোর ভূমিকা। এখন তথ্য ব্যবস্থাপনার উন্নয়নের ফলে মিথ্যা তথ্য প্রতিরোধের বিষয়টিও আগের তুলনা সহজ হয়েছে। এখন দরকার নীতিগত সিদ্ধান্ত। আগে মনে করতে হবে, এটি একটি গর্হিত কাজ। তারপর এর বিরুদ্ধে সক্রিয় হতে হবে সব অংশীজনকে। আজকের যুগে এটি অসম্ভব কিছু নয়।