পুঁজিবাজারে মন্দার জন্য করোনা পরিস্থিতি কতটা দায়ী?

প্রত্যাশা ছিল, জাতীয় বাজেট ঘোষণা হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। বাজেট ঘোষণার পর  ইতিমধ্যে বেশ কয়েকটি কার্যদিবস লেনদেন হয়ে গেছে। কিন্তু বাজারে ইতিবাচক পরিবর্তন আসেনি। বাজার চলছে ঢিমেতালে। সূচকের কাঙ্খিত উন্নতি দেখা যাচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের কারণে গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও, অনেক দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হচ্ছে। বাজার চাঙ্গা হচ্ছে। বিনিয়োগকারীরা নিয়মিত লেনদেনে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। আমাদের দেশের পুঁজিবাজার চলছে একমুখী ধারায়। যেটি পতনের ধারা। যা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে- বাংলাদেশের পুঁজিবাজারে মন্দার জন্য করোনাভাইরাস পরিস্থিতি কতটা দায়ী?

বছরের পর বছর চলতে থাকা মন্দা ও দরপতন বাংলাদেশের পুঁজিবাজারকে রসাতলে নিয়ে গেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নানা ধরনের উদ্যোগ নেয়া হলেও, কার্যকর কিছু হতে দেখা যায়নি। প্রতিনিয়ত বাজারের ভিত্তি দুর্বল হচ্ছে। পুঁজি হারানো বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার চলছেই। কারণ প্রায় একদশক ধরে পুঁজিবাজার নড়বড়ে হয়ে আছে। কোনো রকম মেরামতের চেষ্টা থাকলেও, বড় ধরনের পরিবর্তন আসেনি। এ কারণে কেবল করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই পুঁজিবাজার সংকটের সমাধান পাওয়া সম্ভব নয় বলে আমাদের ধারণা।

Tagged