লাদেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে ভালো মানের ও বিশ্বাসযোগ্য কোম্পানি বাজারে নিয়ে আসতে হবে। পুঁজিবাজারের আকার বাড়াতে অনেক কোম্পানি তালিকাভুক্ত করা দরকার। এজন্য প্রয়োজন সঠিক নিরীক্ষা প্রতিবেদন। তবে প্রায়ই আর্থিক হিসাবে বাস্তব অবস্থার প্রতিফলন দেখা যায় না। যে কারণে সঠিক নিরীক্ষিত আর্থিক হিসাব খুবই দরকার।
আমাদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। এসব কোম্পানি সঠিক চিত্র বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করে না। এ কারণে বিশ্বাসযোগ্য কোম্পানি তালিকাভুক্ত করার দিকে নজর দিতে হবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কারণ আমাদের অর্থনীতির পরিধির সঙ্গে পুঁজিবাজারের আকারেও সামঞ্জস্য থাকতে হবে। একই সঙ্গে ভালো মানের বিশ্বাসযোগ্য কোম্পানি তালিকাভুক্ত হলে বাজারের গুণগত উন্নয়ন হবে। সে ক্ষেত্রে আমাদের বিশাল জনসংখ্যার একটি বড় অংশকে পুঁজিবাজারে টানা সম্ভব হবে। এখানে ব্যক্তির উন্নয়ন এবং সমষ্টির উন্নয়ন একসূত্রে গাঁথা হবে।
এছাড়া বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর দিকে তাকালেও বুঝা যায় আমাদের অবস্থানটা কোথায়। আমরা যদি সঠিক চিত্রটি মূল্যায়ন করতে পারি তা হলে বিষয়টি কঠিন হবে না।