পুঁজিবাজারে কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করুন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিশ্চিত হওয়া প্রয়োজন। বাজার থেকে মূলধন সংগ্রহ করা কোম্পানিগুলো নিজেদের উন্নয়ন করে থাকে। এই উন্নয়নের প্রকৃত দাবিদার উদ্যোগক্তা শুধু নয়, বিনিয়োগকারীরাও। বিশেষ করে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী নিজেদের পরিশ্রমের টাকা এখানে বিনিয়োগ করেন উপার্র্জনের জন্য। তাদের উদ্দেশ্য অত্যন্ত মহৎ। এখানে কোনো ধরনের ফাঁকি নেই। তারপরও দেখা যায় কোম্পানিগুলো বাজার থেকে টাকা উত্তলনের পর মনগড়াভাবে চলে। এতে সাধারণ বিনিয়োগকারীদের অধিকার খর্ব হয়। তারা ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিন হন। এটি কোনোভাবেই কাম্য নয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দেখা প্রয়োজন- তালিকাভুক্ত কোম্পানিগুলো সঠিকভাবে চলছে কিনা। এক্ষেত্রে বিনিয়োগকারীরা তাদের প্রাপ্তিটুকু ঠিক মতো পাচ্ছেন কিনা। পুঁজিবাজারে সংশ্লিষ্ট শর্তগুলো মেনেই কোম্পানির পরিচালকরা মূলধন উত্তোলন করেন। এখানে তাদের দায়বদ্ধতা রয়েছে। যা সঠিকভাবে পরিপালন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এর ব্যতয় ঘটছে। এতে পুঁজিবাজারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর সাধারণ বিনিয়োগকারীরা ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। নিয়ন্ত্রক সংস্থা যদি সঠিক পদক্ষেপের মাধ্যমে এসব বিষয় তদারকি করে তাহলে বিষয়টি উভয় পক্ষের জন্যই মঙ্গল হতে পারে।

Tagged