একটি সরল জিজ্ঞাসা পুঁজিবাজারে দীর্ঘকাল ধরে জারি রয়েছে। সেটি হচ্ছে পুঁজিবাজারে কার হাত কত লম্বা? অনিয়ম কারসাজিকারীদের নাকি নিয়ন্ত্রক সংস্থার? এ প্রশ্নের মীমাংসা এখনও হয়নি। কারণ দৃশ্যমান এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যাতে কারসাজি বন্ধ হতে পারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবরই বলে আসছে তারা পুঁজিবাজারে আর অনিয়ম হতে দেবে না। এখন কথা হচ্ছে, আসলে এ বিষয়ে কতটা কার্যর পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে কারসাজি অনিয়ম বন্ধ হবে।
সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, পুঁজিবাজারের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে। সরকারের উপর মহল থেকে এ ধরনের বক্তব্য প্রায়ই আসে। তারপরও অনিয়ম নির্মূল করা যাচ্ছে না কেনো? এ কারণেই প্রশ্ন জাগে নিয়ন্ত্রক সংস্থার থেকে অনিয়মকারীদের হাত কি বেশি লম্বা? তা না হলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেনো? অতীতে পুঁজিবাজারে যারা অনিয়ম করেছে, বিভিন্ন অনুসন্ধান ও তদন্তে যেসব তৎপরতাকে দায়ী করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিই এখন দেখতে চান বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা। এখানেই প্রমাণ করার ব্যাপার রয়েছে কে কতটা শক্তিশালী।