কেবলই বুলি আওড়ানো নয়, পুঁজিবাজারে কার্যকর সংস্কার করার সময় এসেছে। বিভিন্ন খাতে সংস্কার চলছে, পুঁজিবাজারে তার ছোঁয়া লাগুক এটা আমরা চাই। কারণ আমরা মনে করি একটি উন্নত পুঁজিবাজার গড়তে পারলে দেশের অর্থনীতিকে বদলে দেওয়া সম্ভব। এ কারণেই যত দ্রুত সম্ভব নীতিনির্ধারকদের পুঁজিবাজারে মনোযোগ দেওয় উচিত। এটি এখন সময়ের দাবি। তাই অসময়ের দশ ফোঁড় আর সময়ের এক ফোঁড়। এখনই সময় সবকিছু বদলে দেওয়ার।
বিশেষ করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন লাভজনক কোম্পানির শেয়ার অফলোড করা, বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তিতে উৎসাহিত করার মতো করে পুঁজিবাজারকে সংস্কার করতে হবে। যেসব কোম্পানি এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি, সেগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার জন্য সংস্কার করাটা খুবই জরুরি। পাশাপাশি ব্যাংকিং খাত থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সীমিত করা এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠা করার পদক্ষেপ নেওয়াটাও খুবই প্রয়োজন।
যদি এসব সম্ভাবনার কথা মাথায় রেখে শেয়ারবাজারকে ঢেলে সাজানো যায়, তা হলে এর মধ্য দিয়ে দেশের গোটা অর্থনীতি একটা উন্নত চেহারা পাবে বলে আমাদের বিশ্বাস।