পুঁজিবাজারে এতো অবহেলা কেনো?

পুঁজিবাজার এক ধরনের অমনোযোগের শিকার হচ্ছে দাবি করে সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে- পুঁজিবাজারে এতো অবেহেলা কেনো? দেশের অর্থনীতির অন্যা্ন্য সূচক, জিডিপি, বাজেটের আকারসহ সার্বিক অর্থনীতির উন্নতি দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এ সময় পুঁজিবাজারের সূচক কেনো পতনের রেকর্ড গড়ছে, এটিই এখন সংশ্লিষ্টদের কাছে বড় প্রশ্ন।

বর্তমানে দেশের পুজিবাজারের অবস্থা খুবই মুমূর্ষু। ছোটখাট সেলাইনও যেনো কাজে আসছে না। বাজারের উন্নতির চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বাজার টিকিয়ে রাখার প্রশ্নটি। আর মাত্র ১৯৮ পয়েন্ট কমলেই সূচক ৩ হাজারের ঘরে চলে আসবে। টানা পতনের যে গতি গত সপ্তাহে দেখা গেছে, তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিনিয়োগকারীদের ধারণা, বাংলাদেশ সরকার অর্থনীতির প্রতিটি সেক্টরের প্রতি যত্নশীল হলেও পুঁজিবাজারকে ছেড়ে দেয়া হয়েছে একেবারেই অভিভাবকহীন অবস্থায়।  এতে বাজার বারবার লক্ষ্যচ্যূত হচ্ছে। অস্বাভাবিক আচরণ করছে। নতুন বছরে বাজার আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে বের হয়ে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এ অবস্থায় নীতিনির্ধারকদের কাছ থেকে আশানুরূপ পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই বিনিয়োগকারীদের আর্তনাদে এখন আকাশ ভারি হচ্ছে। যা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না বলেই মনে হয়।

Tagged