পুঁজিবাজারে উন্নয়ন আর কারসাজি একসঙ্গে চলতে পারে না

পুঁজিবাজারে উন্নয়ন আর কারসাজি একসঙ্গে চলতে পারে না

বাঘের সামনে ঘাস আর হরিণের সামনে মাংস দিয়ে বলা যায় না- এবার খেয়ে নাও। এটি হবে অবাস্তব পদেক্ষেপ। এ পন্থায় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তেমনই পুঁজিবাজারে উন্নয়নের পদক্ষেপ আর কারসাজি একসঙ্গে চলতে পারে না। এটি সাংর্ষিক। এই অবস্থা বন্ধ করতে হবে। না হলে অগ্রগতি ব্যাহত হবে। উন্নয়ন থাকবে ধরাছোঁর বাইরে।

পুঁজিবাজার কর্তৃপক্ষ আর নিয়ন্ত্রক সংস্থা একজোট হয়ে বাজার ব্যবস্থাপনা থেকে সাংর্ষিক বিষয়গুলোকে চিহ্নিত করতে হবে। তারপর এগুলো কীভাবে রোধ করা যায় সেই ব্যবস্থা নিতে হবে। এর ব্যতয় ঘটলে পুঁজিবাজারের ঝুঁকি কমানো সম্ভব নয়। আমরা অতীতেও বহুবার বলেছি, পুঁজিবাজার থেকে কারসাজির ভাইরাস দূর করতে হবে। না হলে এটি ক্যানসারে পরিণত হয়ে বাজারকে কঙ্কালে পরিণত করবে। প্রয়োজনে আমরা উন্নতবিশ্বের পুঁজিবাজার থেকে শিক্ষা নিতে পারি। কারণ আধুনিক অর্থনীতির একটি অন্যতম ক্ষেত্র হলো পুঁজিবাজার। বিশ্বজুড়ে এটি স্বীকৃত। তাই বহু নজির রয়েছে পুঁজিবাজার উন্নয়নের। যদি আমাদের সততা আন্তরিকতা থাকে তাহলে উন্নতবিশ্বের মতো আমরাও পারবো। সেই আত্মবিশ্বাস নিয়েই অগ্রসর হওয়া উচিত।

Tagged