পুঁজিবাজারে অস্থিরতা কাটছেই না। দীর্ঘ সময় ধরে বাজারের এমন চিত্র খুবই হতাশজনক। সূচকের ওঠা-নামা, শেয়ারের দরপতন পুঁজিবাজারের নিয়মিত ঘটনা। এটি স্বাভাবিক নিয়মে ঘটলে ক্ষতির কিছু নেই। প্রতিদিন শেয়ার কেনা-বেচা করে বিনিয়োগকারীরা মুনাফা তুলবেন, এমন নিশ্চয়তা তাদেরকে কেউ দিতে পারবে না। লাভ-লোকসান নিয়েই পুঁজিবাজার। যেটি বলার বিষয় সেটি হচ্ছে, স্বাভাবিক ধারায় বাজার চলছে কিনা। বাজারে অদৃশ কোনো শক্তির নিয়ন্ত্রণ আছে কিনা। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো বিনিয়োগকারীদের কাছে দায়বদ্ধ। সেই দায় তারা কতাটা পূরণ করছে। এক্ষেত্রে বিনিয়োকারীদের সঙ্গে কোনো ধরনের লুকোচুরি বা অনিয়ম হচ্ছে কিনা। কারণ এসব বিষয় এড়িয়ে গিয়ে পুঁজিবাজার থেকে অস্থিরতা দূর করা যাবে না।
বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে মুনাফা তুলতে চাইবেন, এটিই স্বাভাবিক। কারণ তারা এখানে নিজেদের পুঁজি বিনিয়োগ করছেন। সাধারণত কোম্পানির অগ্রগতির ওপরই নির্ভর করে বিনিয়োগকারীদের মুনাফা। এক্ষেত্রে বিনিয়োগে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে তার দায় এড়াতে পারবেন না বিনিয়োগকারী। তবে বিনিয়োগকারী যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সে রকম স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তখনই বাজারে আস্থা থাকবে বিনিয়োগকারীদের। আর এটি করতে গেলে বাজারের অস্থিরতা দূর করা প্রয়োজন।