পুঁজিবাজারে অর্থবহ পরিবর্তন প্রয়োজন

দেশের নানা ক্ষেত্রে অনেক অগ্রগতি থাকলেও পুঁজিবাজারের বিষয়টি ব্যতিক্রম। এখানে এখনও অর্থবহ পরিবর্তন হয়নি। বিশেষ করে সুশাসনের ক্ষেত্রে আরো কঠোর ব্যবস্থাপনা দরকার। যার ওপর ভিত্তি করে একটি স্বচ্ছ ও উন্নত পুঁজিবাজার পাওয়া সম্ভব হবে। এটি করতে না পারলে কোনো চেষ্টাই সফল হবে না।

ইতোমধ্যে দেশের পুঁজিবাজার গতিশীল করার জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছোট ছোট পরিবর্তনের দরকার রয়েছে। তবে সবকিছু তখনই অর্থবহ হবে যখন পরিবর্তনের একটা সামগ্রিক চিত্র পুঁজিবাজারে ফুটে উঠবে। তবে একদিনেই সব করে ফেলা যাবে এমন নয়। এর জন্য সময় দরকার। কিন্তু এই সময়ের কথা বলে কালক্ষেপণ করাও ঠিক হবে না। এর জন্য চাই সময়ের কাজ সময়ে করা। যদি তা সম্ভব হয় তাহলে পুঁজিবাজারের উন্নতিও সম্ভব হবে। কিন্তু সংশ্লিষ্টরাও হয়তো এসব বিষয় জানেন। আমরা বলতে চাই কেবল জানা থাকলে আর বক্তৃতা করলেই হবে না। দরার বিষয়গুলো পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করা। তাহলে সব সংকটই উত্তরণ সম্ভব হবে বলে আশা করা যায়।

Tagged