যত ধরনের কথাই বলা হোক, আসল কথা হচ্ছে পুঁজিবাজারের শনির দশা কাটবে কবে? কী করে পুঁজিবাজার থেকে জঞ্জাল দূর হবে সেটি যেনো কেউই বলতে পারছেন না। এই না পারার দায় কি কারো নয়? বিশেষ করে পুঁজিবাজারের যারা নীতিনির্ধারক, যাদের দায়িত্ব রয়েছে বাজার ঠিকঠাক মতো চালানোর তারা তাহলে করছেন কী? এসব প্রশ্নই এখন জোরে উচ্চারিত হচ্ছে চারদিকে। একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য আর কত অপেক্ষা করতে হবে? এর কি কোনোই শেষ নেই?
আমরা জানি, সব কিছুরই একটা শেষ আছে। আর সেটিই দেখতে চান লাখ লাখ বিনিয়োগকারী। কোনো রকম জোড়াতালি দিয়ে সূচক পাঁচ হাজার পয়েন্টে এসেই থেমে গেল। আবার সেই পুরনো খেলা। বাজার থেকে এই খেলা সহসা দূর হবে বলে মনে হয় না। দরপতনের ধারা কিছুতেই রোধ হচ্ছে না। এটি কেনো হচ্ছে না বোধগম্য নয়। অর্থনীতির অবস্থাতো বর্তমানে তেমন নয়, যেমন হলে দেশের পুঁজিবাজারের অবস্থা এমন করুন হতে পারে। সুতরাং কোথাও একটা গলদ তো অবশ্যই আছে। আর সেটি খুঁজে পাচ্ছেন না কেনো সংশ্লিষ্টরা? আমরা বলছি না তাদের যোগ্যতা নেই। কিন্তু পরিস্থিতি উত্তরণের উপায় কী, সেটিতো তাদেরই ভাবতে হবে।