এক কার্যদিবস মূল্য সংশোধনের পর দেশের পুঁজিবাজারে আবার ঊর্ধ্বমুখ প্রবণতায় ফিরেছে। মঙ্গলবার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।
এর আগে ঈদের আগে ও পরে মিলে টানা নয় কার্যদিবস সূচক বাড়ার পর রোববার (৩০ এপ্রিল) কিছুটা মূল্য সংশোধন হয়। সোমবার মে দিবসের কারণে লেনদেন হয়নি। আর মঙ্গলবার আবার ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিললো। এর মাধ্যমে শেষ ১১ কার্যদিবসের মধ্যে ১০ কার্যদিবসেই পুঁজিবাজারে মূল্যসূচক বাড়লো।
সূচক এমন টানা বাড়ার পাশাপাশ দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে আটকে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের ক্রেতা ফিরেছে। এতে এসব প্রতিষ্ঠানের শেয়ার দাম ফ্লোর প্রাইসের ওপরে উঠে এসেছে। তবে, এরপরও এখনো ২০০ বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোরপ্রাইসে আটকে রয়েছে।
বাজারের সাম্প্রতিক গতি প্রকৃতি আশাব্যাঞ্জকই মনে হচ্ছে। কিছু বড় প্রতিষ্ঠান ভালো ইপিএস (শেয়ার প্রতি আয়) দেখিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান ভালো লভ্যাংশ ঘোষণা করেছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে।