পুঁজিবাজারের কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রায় সব কোম্পানি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে থাকে। ঋণ ফেরত পাওয়ার ঝুঁকির পরিমাণ নির্ণয় করার জন্য কোম্পানিগুলোর বিগত বছরের লেনদেনের অবস্থা, বাজারে অবস্থান, কোম্পানির দক্ষতা, আইনগত ব্যবস্থা, পরিচালকদের যোগ্যতা এসব বিষয় পর্যালোচনা করে কোম্পানিগুলোর রেটিং করা হয়। যার মাধ্যমে কোম্পানিগুলোর ঋণ ফেরতের ঝুঁকির পরিমাণ সম্পর্কে ঋণপ্রদানকারী সংস্থাগুলো জানতে পারে। পাশাপাশি বিনিয়োগকারীরা কোম্পানিটির অবস্থা সম্পর্কে জানতে পারেন। বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে ক্রেডিট রেটিং শুরু করা হয়। তখন থেকে ব্যাংক এবং বীমা খাতের সকল কোম্পানির প্রতিবছর ক্রেডিট রেটিং করা বাধ্যতামূলক করা হয়। তাছাড়া যদি কোম্পানি রাইট শেয়ার ছাড়তে চায়, প্রিমিয়ামসহ আইপিও ছাড়তে চায় অথবা বন্ড ছাড়তে চায় সেক্ষেত্রে কোম্পানিগুলোকে ক্রেডিট রেটিং সম্পন্ন করতে হয়।

সারাবিশ্বে দুই পদ্ধতিতে ক্রেডিট রেটিং করা হয়। এগুলো হচ্ছে- মুডিইস  এবং এসএমই পদ্ধতি। বাংলাদেশে ক্রেডিট রেটিং-এর জন্য এসএমই পদ্ধতি ব্যবহার করা হয়।

এসএমই পদ্ধতি: এই পদ্ধতিতে দুই রকমের ক্রেডিট রেটিং করা হয়। একটি হলো স্বল্প সময়ভিত্তিক অন্যটি হলো দীর্ঘ সময়ভিত্তিক।

স্বল্প সময়ভিত্তিতে কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং হয় : ST1, ST2, ST3, ST4, ST5, ST6

দীর্ঘ সময়ভিত্তিতে কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং হয় : AAA, AA, A, BBB, BB, B, CCC, CC, C এবং D

স্বল্প সময় ভিত্তিতে কোম্পানির রেটিং :

রেটিং বিবরণ
ST 1 ST 1 রেট দেওয়া ইস্যুকারীদের বাংলাদেশের অন্যান্য ইস্যুকারীদের দায়বদ্ধতার সাথে স্বল্পমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি পূরণের ভালো ক্ষমতা রয়েছে।
ST 2 ST 2 রেট দেওয়া ইস্যুকারীদের বাংলাদেশের অন্যান্য ইস্যুকারীদের দায়বদ্ধতার সাথে স্বল্পমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি পূরণে গড়ের উপরে  ক্ষমতা রয়েছে।
ST 3 ST 3 রেট দেওয়া ইস্যুকারীদের বাংলাদেশের অন্যান্য ইস্যুকারীদের দায়বদ্ধতার সাথে স্বল্পমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি পূরণে গড় ক্ষমতা রয়েছে।
ST 4 ST 4 রেট দেওয়া ইস্যুকারীদের বাংলাদেশের অন্যান্য ইস্যুকারীদের দায়বদ্ধতার সাথে স্বল্পমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি পূরণে গড় ক্ষমতার কিছুটা নিচে রয়েছে।
ST 5 ST 5 রেট দেওয়া ইস্যুকারীদের বাংলাদেশের অন্যান্য ইস্যুকারীদের দায়বদ্ধতার সাথে স্বল্পমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি পূরণে গড় ক্ষমতার কম রয়েছে।
ST 6 ST 6 রেট দেওয়া ইস্যুকারীরা তাদের স্বল্প মেয়াদী আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।

দীর্ঘ সময় ভিত্তিতে কোম্পানির রেটিং :

রেটিং বিবরণ
AAA AAA রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় সবচেয়ে শক্তিশালী ক্রেডিট  মানের প্রতিনিধিত্ব করে।
AA AA রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় অত্যন্ত শক্তশালী ক্রেডিট  মানের প্রতিনিধিত্ব করে।
A A রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় গড়ের উপরের ক্রেডিট  মানের প্রতিনিধিত্ব করে।
BBB BBB রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় গড় ক্রেডিট  মানের প্রতিনিধিত্ব করে।
BB BB রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় গড় ক্রেডিট মানের কিছুটা নিচে প্রতিনিধিত্ব করে।
B B রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় দুর্বল ক্রেডিট  মানের প্রতিনিধিত্ব করে।
CCC CCC রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় অত্যন্ত দুর্বল ক্রেডিট  মানের প্রতিনিধিত্ব করে।
CC এবং C CC এবং C রেট দেওয়া ইস্যুকারী বা ইস্যুগুলি বাংলাদেশের অন্যান্য ইস্যুর দায়বদ্ধতার তুলনায় অত্যন্ত দুর্বল ক্রেডিট মানের প্রতিনিধিত্ব করে। C-এর রেটিংটি সাধারণত নির্দিষ্ট করা হয় যখন কোনো বাধ্যবাধকতা নির্দিষ্ট প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতার ওপর প্রযুক্তিগত ডিফল্ট থাকে। তবে এখনও আর্থিক খেলাপি হয় না ।
D D রেট দেওয়া ইস্যুকারীরা  সময়সীমার কারণে তাদের রেটযুক্ত আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এসএমজে/২৪/বা

(চলবে)

Tagged