পতন ঠেকানোর উদ্যোগ নিন, পুঁজিবাজার স্বাভাবিক করুন

ছন্দে থাকা পুঁজিবাজার গত সপ্তাহে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই পথ হাড়িয়ে ফেলে। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। কারণ পতনের পরিমাণ ও অনেক বেশি ছিল। যা অস্বাভাবিক। কারণ ছাড়াই এমন আগ্রাসী পতনের জন্য বিনিয়োগকরীদের কোন ধরনের প্রস্তুতি ছিল না। এই অস্বাভাবিক পতন ঠেকাতে পদক্ষেপ নিতে হবে। পুঁজিবাজারে ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক ধারা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ বিষয়ে সবার আগে সক্রিয় হতে হবে। কারণ পুঁজিবাজারে অনিয়মকারীরা অতি মুনাফার জন্য স্বাভাবিক লেনদেনকে ব্যাহত করে। আর এটি করে যখন তারা পার পেয়ে যায়, আরো বেশি অনিয়মে জড়িয়ে পড়ে। এভাবেই একের এক অনিয়ম হচ্ছে। তাই পুঁজিবাজার একটি স্থিতিশীল অবস্থায় যেতে পারছে না। এই দায় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেহাই পেতে পারে না। কারণ তারা যদি কঠোর হতে পারেন, তা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

আমরা বলবো দেশের স্বার্থে দশের স্বার্থে অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। না হলে অশুভ শক্তি আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে।

Tagged