ন্যাশনাল টি লিমিটেডের ২২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ন্যাশনাল টি লিমিটেডের আজ ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে কোম্পানিটির ৪১তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) এই লভ্যাংশ অনুমোদিত হয়।

গত বছরও কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। পুঁজিবাজারের ক্রান্তিলগ্নে এ লভ্যাংশ পেয়ে সন্তুষ্ট বিনিয়োগকারীরা। সেই সাথে আগামী বছর লভ্যাংশের পরিমাণ বাড়ানোর দাবি জানান তারা।

সভায় উপস্থিত এক বিনিয়োগকারী বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের দেশে যে চা আসে তা বন্ধের উদ্যোগ নেয়া দরকার।

এসএমজে/২৪/ঝি

Tagged