নো ডিভিডেন্ড ঘোষণা করেছে মেঘনা কনডেনসড্ মিল্ক

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের মেঘনা কনডেনসড্ মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করে নি। কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৬ নভেম্বর ২০২০। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর ২০২০ সকাল সাড়ে ১০টায় কুমিল্লায় মেঘনা কমিউনিটি সেন্টার, বাঘমারায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এ বছর শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে ৭.৫২ টাকা। আগের বছর ছিল ৭.৮০ টাকা। এ বছর নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে ৫৯.৪০ টাকা। আগের বছর ছিল ৫১.৮৮ টাকা।এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এনওসিএফপিএস)হয়েছে ০.৯২ টাকা। আগের বছর ছিল ১.১৭ টাকা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged