পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় যোগ্য লোক নিয়োগ দেওয়া হোক

পৃথিবীর কোনো জাতিই দেশের বাইরে থেকে লোকবল ভাড়া করে প্রতিষ্ঠান চালায় না। প্রতিটি দেশের মধ্যে কিছু যোগ্য লোক আর কিছু অযোগ্য লোক থাকে। তেমন আমাদের দেশেও রয়েছেন। এখানে অযোগ্য লোকদের পাশাপাশি যোগ্য লোকও রয়েছেন। দরকার হচ্ছে তাদের খুঁজে বের করা এবং সঠিক জায়গায় বসানো। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ।

দেশের পুঁজিবাজারে যোগ্য লোকের অভাব রয়েছে বলেই মনে হয়। এক্ষেত্রে স্বজনপ্রীতির ঊর্দ্ধে উঠে সমাজের বিভিন্ন খাত থেকে যোগ্য লোক এনে দায়িত্ব দেওয়া দরকার। এছাড়া আমাদের দেশে নানান ক্ষেত্রেই কিছু লোক সফল হয়েছেন। তারা এদেশেরই মানুষ। তাই আন্তরিকভাবে চেষ্টা করলে লোকের অভাব হবে না।

বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা, এখান থেকে উত্তরণের জন্য অবশ্য সৎ, দক্ষ নেতৃত্বের প্রয়োজন। এটি বুঝতে হবে নীতির্নিধারকদের। কারণ হচ্ছে নানা ক্ষেত্রে সাফল্য অর্জিত হলেও পুঁজিবাজারে কেনো আমরা ব্যর্থ হবো। একটি স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে বিশ্বের কাছে দাঁড়াতে হবে। আর সেই ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির যে বাধা রয়েছে, এর থেকে উত্তরণ ঘটাতে হবে। তাই আন্তরিকভাবে চেষ্টা করলে সবই সম্ভব।

Tagged